ডেঙ্গুতে দুজনের মৃত্যু চট্টগ্রামে

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৯

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৪:৩৮ পূর্বাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত আরো দুই রোগীর মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে একজন ২৬ বছর বয়সী মো. জুয়েল। আরেকজন ৬৫ বছরের মো. হুমায়ুন কবীর। দুজনেরই মৃত্যু হয়েছে গতকাল। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানাননগরীর কোতোয়ালী এলাকার বাসিন্দা জুয়েলকে গত মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। আর হুমায়ুন কবীরের বাড়ি রাউজান উপজেলায়। গত ৫ আগস্ট তাকে বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ৯ আগস্ট (বুধবার) সেখানে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৩০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ীশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৮ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৮৪ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ৯১ জন।

পূর্ববর্তী নিবন্ধনগরীর ২ সরকারি কলেজে বাড়লো দেড়শ আসন
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার কাজে ৭০ শতাংশ মানুষের সমর্থন আছে