চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে নগরীতে মেট্রোরেল সার্ভিস চালুর উদ্দেশ্যে সমীক্ষা কার্যক্রম পরিচালনায় সওজ ও কোইকা’র সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে মেয়র বলেন, চট্টগ্রাম নগরীতে মেট্রোরেল স্থাপন সময়ের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে নানাধরণের প্রকল্প গ্রহণ করেছেন তার মধ্যে মেট্রোরেল স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত। তিনি মেট্রোরেল স্থাপনে নগরীর সৌন্দর্য অক্ষুন্ন রেখে এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে ভূগর্ভে রেল লাইন স্থাপনে গুরুত্ব দিয়ে সমীক্ষা কাজ পরিচালনা করতে প্রতিনিধিদলকে আহ্বান জানান। প্রতিনিধিদল মেয়রের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে মেট্রোরেল স্থাপনের সমীক্ষার কাজ পরিচালনা করবেন বলে মেয়রকে আশ্বাস প্রদান করেন এবং সমীক্ষা কাজে চসিকের সহযোগিতা কামনা করেন।এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্ববধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ, কোইকা’র ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর খিম থে হিয়ন, জিং বো চুই, মো জেং কং, সওজ যুগ্ম-সচিব মো. আনিসুর রহমান, মো. মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












