নগরীতে শর্ত মেনে আজ থেকে চলবে গণপরিবহন

তবে বন্ধ থাকবে দূরপাল্লার বাস

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের সকল সিটি করপোরেশন এলাকায় আজ থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমোদন দিয়েছে সরকার। তবে যথারীতি দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সারাদেশে গত সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছিল সরকার। চলমান এই লকডাউনের তৃতীয় দিন আজ বুধবার (৭ এপ্রিল) থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত দুই দিন ধরে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ অনুমোদনের কথা জানান মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার বিকালে তার বাসভবনে এক অনলাইন ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের জানান, ৭ এপ্রিল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। চট্টগ্রাম মহানগরসহ দেশের সকল সিটি করপোরেশন এলাকাধীন সড়কে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। তিনি জানান, প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লায় গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটাকা ধার নিয়ে বিরোধ থেকেই কি খুন
পরবর্তী নিবন্ধনির্দেশনা না মানলে সংক্রমণ মৃত্যু নিয়ন্ত্রণহীন হতে পারে : স্বাস্থ্যমন্ত্রী