নগরীতে শতভাগ স্যানিটেশন বাস্তবায়ন করতে হবে

আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

| বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ১:০৯ অপরাহ্ণ

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে আলোচনা সভা প্রকৌশলী মো. জহির উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। তিনি বলেন, চট্টগ্রাম নগরীর শতভাগ স্যানিটেশন বাস্তবায়ন এবং সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা আবশ্যক। এজন্য সমন্বিতভাবে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, ইউএনডিপি চট্টগ্রামের মাধুরী ব্যানার্জী, প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সুমন রায়, চসিক বর্জ্য ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোবারক আলী ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিভাগীয় কমিশনার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক, সিটি কর্পোরেশন, ডিএসকে, ইউএনডিপি, ওয়াটার ফাস্ট ইন্টারন্যাশনাল, ইউনিসেফ, ইউসেপ, ওয়াটার এইড, সুইডেন, সার্বজ সহযোগিতায় নিরাপদ স্যানিটেশন ও সুপেয় পানি সরবরাহের প্রকল্পের কাজ করছে। সভায় জনস্বাস্থ্য প্রকল্পের চলমান কাজসমূহ উপস্থাপন করেন নির্বাহী প্রকৌশলী সুমন রায়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মো. মোরশেদুল আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের মো. সেলিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাকির হোসেন হোমিও কলেজ পরিদর্শনে চসিক স্বাস্থ্য কমিটি
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে নারীকে গলা কেটে হত্যা