নগরীতে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

উন্নয়ন ও অগ্রগতির চিত্র প্রদর্শনে ১২৮ স্টল

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৮:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে দুই দিনব্যাপী মেলা ও অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। গতকাল শনিবার প্রথম দিনের মেলা ও অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ রোববারও এ মেলা চলবে বলে জানায় জেলা প্রশাসন। শনিবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে প্রথমদিনের মতো পূর্ব নির্ধারিত এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সিএমপির অতিরিক্ত কমিশনার মো. ইকবাল হোসেন ও অতিরিক্ত ডিআইজি শ্যামল নাথ। অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। পরে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ থেকে শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিমনেসিয়াম মাঠে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা শেষ করে মেলার স্টল ঘুরে দেখেন অতিথি ও দর্শণার্থীরা। মেলায় সরকারের বিভিন্ন সংস্থা বা দপ্তরের মোট ১২৮ টি স্টল স্থান পায়। ভূমি, বিদ্যুৎ, পাসপোর্টসহ সরকারী বিভিন্ন সংস্থা বা দপ্তরের এ ১২৮ টি স্টলে সরকারের উন্নয়ন কর্মকা- ও অগ্রগতি আগত অতিথিদের পাশাপাশি ঘুরে ঘুরে দেখেন সাধারণ মানুষও। আলোচনা সভায় অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বেই দেশের উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল, নির্মাণসহ হাজারো উন্নয়ন প্রকল্প শেখ হাসিনার হাতেই হয়েছে। দেশের উন্নয়নে অনেক মেগাপ্রকল্প চলমান রয়েছে। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে এবং মাতুমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে। দারিদ্র ২০০৯ সালে ৪০ শতাংশ ছিল। এখন দেশে দারিদ্র ২০ শতাংশের নিচে নেমে এসেছে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখন ২৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাসহ ৪০ নেতাকে জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ বাইডেনের
পরবর্তী নিবন্ধরক্তাক্ত মিয়ানমার