নগরীতে দুই ঘণ্টার প্রতীকী পরিবহন ধর্মঘট আজ

চার দফা দাবি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৪:৩৬ পূর্বাহ্ণ

চার দফা দাবিতে আজ রোববার দুই ঘণ্টার প্রতীকী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি। বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ধর্মঘট চলাকালীন সময়ে মানববন্ধন কর্মসূচিও অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউনুছ এই কর্মসূচি ঘোষণা করেন।
চার দফা দাবি হলো বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার, টার্মিনাল সংযোগ সড়ক অবৈধ দখলমুক্তকরণ, শাহ আমানত সেতু এলাকায় মিনি টার্মিনাল নির্মাণ এবং সড়কে অবৈধ গাড়ি চলাচল বন্ধ করা। টার্মিনাল এলাকায় ধর্মঘট চলাকালীন চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজার বাস টার্মিনাল থেকে কোনো পরিবহন ছাড়বে না বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনুছ। তবে এই সময়ের আগে বা পরে যেসব পরিবহন বাস টার্মিনাল থেকে ছাড়বে তা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধলায়নিজমের সেবার আলো কখনো নিভে না
পরবর্তী নিবন্ধসাধারণ বেশে ভয়ংকর ছিনতাইকারী