নগরীতে ডিসিপ্লিন বাংলাদেশের ন্যায্যমূল্যের কাঁচাবাজার

| শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

বর্তমান বাজার সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্যে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ‘ডিসিপ্লিন বাংলাদেশে’র পক্ষ হতে নগরীর ২নং গেট এলাকায় ন্যায্যমূল্যে কাঁচাবাজার বিক্রির কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে আলু কেজি ৫৫ টাকা, বেগুন ৫০ টাকা, লাউ ২৫ টাকা, ভেন্ডি ৫৫ টাকা, বরবটি ৫৫ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা, পটল ৫০ টাকা দরে বিক্রি করা হয়। এতে ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেন। আজও নগরীর আরও বিভিন্ন জায়গায় ন্যায্যমূল্যে কাঁচাবাজার বিক্রয় করা হবে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিপ্লিন বাংলাদেশ সংগঠনের এডমিন প্যানেলের সদস্য রিয়াজুল ইসলাম, মোঃ সাহিল শিকদার, সালমান শামীম, জয়নাল সাকিবসহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনোবেল জয়ী হান কাং
পরবর্তী নিবন্ধচকরিয়া-পেকুয়ায় মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত