রাউজানের বাসিন্দা প্রবাসী মো. জুয়েল স্বপরিবারে বসবাস করেন হামজারবাগ এলাকায়। বুধবার গভীর রাতে তিনি মুরাদপুর, বহদ্দারহাট, জিইসি মোড়ে রাস্তার পাশে রাতযাপন করা ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। যারা নিদ্রাচ্ছন্ন ছিলেন তিনি তাদের গায়েও কম্বল জড়িয়ে দেন। তিনি বলেন, আমরা আরামে দিনযাপন করলেও সমাজের একটি অংশ এখনো অবহেলিত। তাদের একটু উঞ্চতা দেয়ার জন্য কম্বল দিয়েছি। সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে তারা উপকৃত হবে।