নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পরিদর্শক এসএম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে টিম২২ (দক্ষিণ) এর সদস্যরা গত ১৫ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর হালিশহর থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তার মোড় থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবুল বশর প্রকাশ লালা ও মো. রফিককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন কালামার ছড়া এলাকার বিভিন্ন উৎস থেকে কম দামে সংগ্রহ করে কৌশলে নগরীতে এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট বেশি দামে বিক্রয় করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে উপজেলা প্রশাসনের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধআকবর শাহ এলাকায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার