ধীরে ধীরে ডিজেলের দাম বাড়ানো উচিত ছিল

মাহাবুবুল আলম

| শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চটগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম বলেন, সরকারের উচিত ছিল আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে ধীরে ধীরে ডিজেলের দাম বাড়ানো। কারণ ডিজেলের দাম বৃদ্ধির কারণে ভোগ্যপণ্যের বাজার আরো চাঙা হতে পারে। এমনিতে আন্তর্জাতিক বাজার এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়ে গেছে। এখন পণ্য পরিবহনে ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে পরিবহন ব্যয় বাড়লে ভোগ্যপণ্যসহ সব ধরণের পণ্যের বাজার বাড়বে। এছাড়া কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
ডিজেলের দাম বৃদ্ধির কারণে দেশের সার্বিক অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়বে, এটা বলার অপেক্ষা রাখে না। দাম বাড়ার সাথে সাথে এখন পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। যা আমদানি-রপ্তানি কার্যক্রমকে ব্যাহত করছে। পরিবহন সংশ্লিষ্টরা সরকারকে আল্টিমেটাম দিতে পারতেন তা না করে হঠাৎ করে গাড়ি বন্ধ দেওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধশিল্প কারখানা থেকে শুরু করে প্রতিটি স্তরে প্রভাব পড়বে
পরবর্তী নিবন্ধতেলের মূল্যবৃদ্ধি: ভোগ্যপণ্যের বাজারে কেমন প্রভাব পড়বে