ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ১০:০১ পূর্বাহ্ণ

মোক্তার হোসেন (৪৫) নামে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত ৭ নভেম্বর দিবাগত রাত দেড়টায় সাতকানিয়ার বরুমছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সিকদারপাড়ার মৃত আব্দুস ছালামের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ধর্ষিতা মহিলার প্রতিবেশী ছিল মোক্তার। ২৭ অক্টোবর সন্ধ্যায় মোক্তার সহযোগী শিমুল ও আনু বেগমের সহায়তায় ওই মহিলাকে তার বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করে চট্টগ্রাম শহরে নিয়ে আসে এবং আটকে রেখে ধর্ষণ করে।

পরদিন ২৮ অক্টোবর আসামিরা মহিলাকে অসুস্থ অবস্থায় বাঁশখালী থানার আত্মীয়ের বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় সাতকানিয়া থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযে কাজে সুখী হওয়া যায় তাতেই সাফল্য আসে
পরবর্তী নিবন্ধনাটাবের অভিষেক অনুষ্ঠান ৩০ শে নভেম্বর