কালের বিবর্তনে কতো কিছু পাল্টায়-পাল্টায় সংস্কৃতি,
সভ্যতা। সেই সঙ্গে পাল্টে যায় মানুষের জীবনধারাও।
অর্ধনগ্ন দেহ নিয়ে দৌঁড়াতে থাকে হরিণীর মতো অসহায় নারী
তারপর নেমে আসে অন্ধকার।
চারিদিকে অমরাত্রি।
চারিদিকে হায়েনার হাসি। খাবলে খাবলে খায়, মাংসের চাক
জড়ো হয় জনতা,
যেন সার্কাসের হরিণীর দেহ কেঁপে কেঁপে থেমে যায়
আরও মিনিট পাঁচেক আরও ক্ষুধার্ত হায়েনার ঝাঁক আসে
একদল এসে মেয়েটিকে নিয়ে যায়,
মেয়েটি ভাবে তাকে নিয়ে গেছে কোন
নিরাপদ আশ্রয়ে, কিন্তু না।
নতুন তরিকায় চলে নতুন শৈলীর ধর্ষণ।