চসিক নির্বাচনে সিটি মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, যে কোন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্তদের আওয়ামী লীগ কোন প্রকার ছাড় দেয় না, দিবে না। সন্ত্রাসী, চোরাকারবারী, মজুতদার, মাদক ব্যবসায়ী, ধর্ষণকারী, দুর্নীতিবাজ যে দল বা গোষ্ঠীর পরিচয় নিয়ে থাকুক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না। আকবার শাহ থানা আয়োজিত উত্তর পাহাড়তলী ওয়ার্ডে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম উপরোক্ত কথাগুলো বলেন।
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আ.লীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ সরোয়ার মোর্শেদ কচির সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী নুরুল আবছার মিঞা, আকবরশাহ থানা আ.লীগের কাজী আলতাফ, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আহবায়ক এস এম আলমগীর।
প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বা”চু, বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফরিদ নেওয়াজ, মো. হেলাল, নুরুল আনোয়ার, তাসলিমা নুরজাহান রুবি, সাজেদা আকতার, মো. আলি বাবুল, আবু হান্নান, খন্দকার মো. হোসেন, তারেক কামাল, মো. বেলাল, রফিকুল ইসলাম, জমির উদ্দিন মাসুদ, মো. জাহাঙ্গীর, পাবেল ইসলাম, নুরুল আবেদিন, সিরাজুল ইসলাম, ফখরুদ্দিন রাজিব, মির আহমদ, নুর নবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।