ধর্ষকের পক্ষ নিয়ে আইনি লড়াই করতে যিনি আসবেন, তিনিও একজন ধর্ষক। টাকার বিনিময়ে নিজের মা, বোন, স্ত্রী, কন্যা, বান্ধবীর সম্ভ্রম বিকিয়ে দিচ্ছেন। আসুন, তাকেও ধিক্কার জানাই। সকল ধর্ষকের বিচার হোক, মৃত্যুদণ্ড। ধর্ষকমুক্ত বাংলাদেশ চাই। সকল নারীর নিরাপত্তা চাই। আর বেশি কিছু আমরা চাই না।