ধর্ম যার যার, প্রিয় মাতৃভূমি সবার

| বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

রক্তস্নাত স্বাধীনতা। রক্তে রঞ্জিত মহান এই স্বাধীনতার রক্তে মিশে আছে হিন্দু -মুসলিম-বৌদ্ধ-খ্রীস্টান সবার রক্ত। সুতরাং এই মানচিত্রে বসবাসকারী মানুষের ধর্ম ভিন্ন হলেও আমরা সবাই এক বাংলা মায়ের সন্তান। যদিও দুষ্টু রাজনৈতিক চক্র কিংবা ধর্মীয় ধর্মান্ধ গোষ্ঠীগুলো তাদের স্বার্থ চরিতার্থ করতে মাঝে -মধ্যে আমাদের মাঝে বিভেদের দেওয়াল তৈরি করতে অপতৎপরতা চালিয়ে থাকে।
বিশিষ্ট সাহাবী হযরত সুফিয়ান ইবনে সালিম (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন – ‘জেনে রেখ কোনো মুসলিম যদি অমুসলিম নাগরিকের উপর নির্যাতন নিপীড়ন জুলুম করে, তার অধিকারের উপর হস্তক্ষেপ করে কিংবা তার সহায় সম্পদ জোরপূর্বক দখলে নেয়, তবে কাল কিয়ামতের মাঠে আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি তাদের বিপক্ষে অমুসলিমদের পক্ষে অবস্থান নিব (সহী আবু দাউদ)। অতএব একজন মুমিন মুসলিম হিসেবে আমাদের পবিত্র দায়িত্ব হচ্ছে অন্য ধর্মের অনুসারীদের ধর্মে কর্মে ব্যাঘাত সৃষ্টি না করে সহযোগিতা করা। আমাদের মনে রাখা উচিত ধর্ম যার যার, প্রিয় মাতৃভূমি আমাদের সবার। আমাদের সজাগ থাকতে হবে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠী যেন আমাদের ভ্রাতৃপ্রতিম ঐক্য নষ্ট করে প্রিয় মাতৃভূমির মানচিত্রকে কলঙ্কৃত করতে না পারে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রিয় সনাতনী ধর্মাবলম্ব্বী ভাই- বোনদের শুভেচ্ছা ও শুভকামনা করি, আসুন আমরা সবাই এই উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে সহযোগিতা করি।
আবদুর রহিম
কমার্স কলেজ রোড,
মতিয়ারপোল, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকমরেড মোহাম্মদ ফরহাদ : ত্যাগ ও আদর্শের প্রতীক
পরবর্তী নিবন্ধকী যে আনন্দ —