ধর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম

| সোমবার , ২ নভেম্বর, ২০২০ at ১০:৩১ পূর্বাহ্ণ

ধর্ম নিয়ে কটূক্তি, ধর্মের অবমাননা এই বিষয়গুলো যখন বিশ্বমিডিয়ায় ঝড় ওঠে আলোচনার ও সমালোচনার, তখন মানুষ এই বিষয়গুলোকে নিয়ে ভাবে এবং নানান মন্তব্য করে। আসল কথা হল এই বিষয়গুলো কোনটিই সমর্থনযোগ্য নয় এবং এই ধরনের ঘটনা মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি করে ও সমাজে অরাজকতা সৃষ্টি হয়। ধর্ম নিয়ে এই ধরনের ঘটনাগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মন্তব্য দিয়ে প্রচার করা হয়। কেউ উস্কানিমূলক পোস্ট দিয়ে অন্যের মনকে প্রভাবিত করে। তখন পোস্টগুলো শেয়ার হতে থাকে। প্রতিবাদ হতে হবে ইতিবাচক মনোভাব নিয়ে। উস্কানি দিয়ে প্রতিবাদ করে সমাজে অরাজকতা সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর অপব্যবহার বেশি হয়। দেখা যায় অনেক সময় মানুষ অতিউৎসাহী হয়ে আইন হাতে তুলে নেয়। আর তখন মানুষ হত্যার মত ঘটনাগুলো আমরা দেখতে পাই। আবার দেখা যায় নিজের ধর্মের অবমাননার প্রতিবাদ করতে গিয়ে অন্যের ধর্মের প্রতি আঘাত হেনে লেখালেখি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ধরনের লেখালেখি আইনত অপরাধ। সহনশীলতার মনোভাবের বড়ই অভাব সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক শ্রেণীর লোক এই বিষয়গুলোকে পুঁজি করে সমাজে অশান্তির বিষবাষ্প ছড়িয়ে দেয়। আমরা প্রত্যাশা করি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ইতিবাচক মনোভাব নিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। সহনশীলতার মনোভাব আমরা প্রত্যাশা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মোহাম্মদ হুমায়ুন কবির, দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকলিম শরাফী: শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধসফলতার জন্য চাই দৃঢ়তা