ধর্মের নামে বিশেষ করে ইসলাম ধর্মের নামে যেসব সংঘাত-সহিংসতা চালানো হয় সেসব বন্ধে মাদ্রাসা শিক্ষার্থীদের জোরালো ভূমিকা রাখতে হবে। বান্দরবানে গাউসিয়া কমিটির খানেকায় গত ৩ মার্চ জামেয়ান রাউজান ছাত্র পরিষদের সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি। উদ্বোধনী বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বান্দরবানের সভাপতি মোহাম্মদ হোসেন। প্রধান বক্তা ছিলেন জামেয়ান রাউজান প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ওমর ফারুক, পার্বত্য বান্দরবান থানা সেক্রেটারি হাবিবুর রহমান, খানেকাহ্ ও মাদ্রাসার পরিচালক আসহাব উদ্দিন, হাফেজ মাওলানা আবদুল গফুর।
প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি চট্টগ্রাম ড. খাস্তগীর স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী। সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ ছালামত রেজা কাদেরী ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ বাহাউদ্দিন কাদেরীর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ হাশেমুর রশিদ, মাওলানা মহিউদ্দিন আহমদ রেযা খান, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ জিয়াউদ্দিন, মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, মাওলানা মুহাম্মদ নূরুল মুত্তাকীন, মাওলানা মুহাম্মদ হামিদ হাসান মুরাদ, মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।