চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রকাশনা অনুষ্ঠান

| শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত সুবর্ণ জয়ন্তী স্মরণিকার (স্মৃতি সুবর্ণ) মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব গত ৪ মার্চ নগরীর ওমরগণি এম ই এস কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্মরণিকা সম্পাদক প্রফেসর ড. এনায়েত উল্ল্যাহ পাটোয়ারীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ারা বেগম। অনুষ্ঠানে বক্তব্য দেন, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভুঁইয়া মো. মনোয়ার কবির, চাকসু ভিপি নাজিমউদ্দিন, আবু ছগীর, অ্যাডভোকেট আবুল হাসেম, তমিজ উদ্দিন খান সিদ্দিকী, চেয়ারম্যান শামীম আহমেদ, ওমরগণি এম ই এস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, এস এম জাকির হোসেন। উপস্থিত ছিলেন মো. নবী হোসেন, মুহাম্মাদ ইসহাক, নুসরাত জাহান ডায়না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মানে আবেদনের তারিখ ঘোষণা
পরবর্তী নিবন্ধ‘ধর্মীয় সহিংসতা বন্ধে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে’