দুর্গোৎসব উপলক্ষ্যে ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার স্থানীয় ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। অনিন্দ্য দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সনাতন সম্প্রদায়ের বৃহত্তম পবিত্র উৎসব দুর্গা পূজা। কিন্তু এই পূজাকে ঘিরে অনেক জায়গায় কিছু অসাবধানতার কারণে অনাকাঙ্কিত ঘটনা ঘটে। মনে রাখতে হবে সকল সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় অনুশাসনে বিশ্বাস করলে সে কখনো অন্যায় অপরাধ করতে পারে না। তিনি আরো বলেন, পূজা পার্বন একটি পবিত্র উৎসব। এটা যেন কোন অবস্থাতেই ধর্মীয় ব্যাঘাত না ঘটে সেদিকে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। সভা শেষে ৮টি পূজা মন্ডপে নগদ অর্থ ও করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।