কুমিরা ঘাটে মালবাহী ট্রলার ডুবি

| শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

অতিরিক্ত বৃষ্টির পানির চাপে কোস্টগার্ডের ভাড়ায় চালিত ট্রলারের ধাক্কায় এমভি শাহ আমানত-৪ নামের একটি পণ্যবাহী ট্রলার ডুবে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কুমিরা খালের মুখে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি মালামাল নিয়ে সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
ট্রলারে মালিক আকবর জানান, এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় আট লক্ষ টাকার আমার ডিলারশিপের পণ্যসহ অন্যান্য ব্যবসায়ীদের প্রায় ৭ লক্ষ টাকার স্টেশনারি ও মুদিমাল ছিল।
এদিকে জোয়ারের স্রোতে ট্রলারটি ঘটনাস্থল কুমিরা খালের মুখ থেকে বাড়বকুণ্ডের দিকে চলে যায়। সেখান থেকে ৪ টি লালবোট গিয়ে ট্রলারটিকে চরের কাছে নিয়ে আসে। তবে ট্রলার উল্টে যাওয়ায় কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ট্রলারের মাঝি।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় অনুশাসনে বিশ্বাসী মানুষ অপরাধ করতে পারে না
পরবর্তী নিবন্ধফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে প্রবীণ শিক্ষকের বিদায়ে আলোচনা সভা