ধর্মশালার আউটফিল্ডে সন্তুষ্ট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্র পৃষ্ঠ থেকে ৪৭৯০ ফিট উঁচুতে ব্যাটবলের লড়াই। প্রকৃতি তার সব সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে! পৃথিবীর সুন্দরতম ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটা ধরা হয় ধর্মশালাকে। অথচ বিশ্বকাপে আফগানিস্তানবাংলাদেশ ম্যাচ আয়োজন করে সমালোচনার মুখে পড়েছে এই স্টেডিয়াম।এদিকে আউটফিল্ড নিয়ে নিজের প্রতিক্রিয়ায় বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ বলেন, ‘আমরা কোনো কিছুতে ফিল্ডারদের সীমাবদ্ধতার ভেতর আনতে চাচ্ছি না। কারণ সীমা বেঁধে দিলে তারা তাদের শতভাগ দেবে না। আমি নিশ্চিত তারা আগের ম্যাচে ভালো করেছে। তাই এমন আউটফিল্ড থেকে আমরা চাচ্ছি তারা যেন নিজের সেরাটা দেয়। আমি মনে করি আইসিসি এটা (আউটফিল্ড) নিয়ে খুব পরিশ্রম করেছে। তাই এক্ষেত্রে, যেহেতু এটি স্টান্ডার্ড বজায় রেখেছে, তাই তারা (আইসিসি) আন্তর্জাতিক ওয়ানডে আয়োজনের অনুমতি দিয়েছে। সুতরাং, আমি এই আউটফিল্ড নিয়ে খুশি।’ অবশ্য বাংলাদেশআফগানিস্তান ম্যাচের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ হিসেবে প্রতিবেদন দিয়েছেন ম্যাচ অফিশিয়ালসরা। রোববার আইসিসির স্বাধীন পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন পরিদর্শন শেষে আউটফিল্ডকে ‘সন্তোষজনক’ আখ্যা দিয়েছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, আম্পায়াররা মাঠের কন্ডিশন ‘বিপজ্জনক অথবা অযৌক্তিক’ মনে করলে ম্যাচ রেফারির সঙ্গে আলোচনা করে ম্যাচ সাসপেন্ড বা পরিত্যক্ত ঘোষণা করতে পারেন। এ ক্ষেত্রে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। বাংলাদেশইংল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করবেন আহসান রাজা ও পল উইলসন। ম্যাচ রেফারির দায়িত্বে জাভাগাল শ্রীনাথ। বাজে আউটফিল্ডের কারণে এ বছরের ফেব্রুয়ারিতে ভারত এবং অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে ইন্দোরে স্থানান্তর করা হয়েছিল। এবারের বিশ্বকাপে বাংলাদেশের দুটিসহ মোট ৫টি ম্যাচ রাখা হয়েছে ধর্মশালায়। অপর তিন ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকানেদারল্যান্ডস (১৭ অক্টোবর), ভারতনিউজিল্যান্ড (২২ অক্টোবর) এবং অস্ট্রেলিয়ানিউজিল্যান্ড (২৮ অক্টোবর)

পূর্ববর্তী নিবন্ধধর্মশালার মাঠকে ‘বাজে’ বললেন বাটলার
পরবর্তী নিবন্ধআবুধাবি টি-টেন লিগের ড্রাফটে তামিম ইকবাল