ধর্মচর্চাই দূর করতে পারে জঙ্গিবাদ ও হানাহানি

চন্দনাইশে ধর্ম সম্মেলনে এমপি নজরুল

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৩৬ পূর্বাহ্ণ

পাট ও বস্ত্র এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে রাখে। সমাজে বর্তমানে যেসব অস্থিরতা বিরাজ করছে তার মূলে রয়েছে ধর্মহীনতা। সব ধর্মের মানুষ যদি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলে তাহলে সমাজ ও দেশ হয়ে উঠবে শান্তিময়। দেশ থেকে জঙ্গিবাদ, হানাহানি দূর করতে সঠিক ধর্মচর্চার বিকল্প নেই। ধর্মের বাণী মানুষের অন্তর জগৎকে পরিশুদ্ধ করে। তিনি গত ৯ মার্চ চন্দনাইশের হাসিমপুর লোকনাথ মন্দিরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহোৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি জহরলাল সেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী দীপংকর দাশ। উদ্বোধক ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা বিমান বিহারী আচার্য্য। প্রধান বক্তা ছিলেন সংগঠক মিন্টু দাশ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা তাঁতী লীগের সভাপতি মো. দিদারুল আলম দিদার, হাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. খোরশেদ বিন ইসহাক।

বক্তব্য রাখেন কমলেশ ধর, এফএম দিদারুল আলম চৌধুরী, প্রকৌশলী সোমনাথ দাশগুপ্ত রাজু, অধ্যাপক মিল্টন কান্তি চৌধুরী, নাজিম ফোরকান, সুলাল কুমার শীল, কান্তিলাল সেন, সমীর রুদ্র, অরূপ বিশ্বাস, মৃদুল কুমার ঘোষ, রূপক কান্তি দেব অপু, সুজয় কুমার দাশ, দুলাল কান্তি দে, প্রিয়লাল সেন, তপন পাল, লায়ন পরেশ চৌধুরী, সাইফুল ইসলাম, কাঞ্চন আচার্য্য, মো. রহমত উল্লাহ, শ্যামল চক্রবর্তী, বিধান আচার্য্য, উত্তম মজুমদার, অমল সূত্রধর, লিটন দত্ত, তপন সূত্রধর, রুবেল ঘোষ ও নভেল মিত্র। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পত্রিকা বিক্রেতার বসতঘরে হামলা