ধনিক শ্রেণি অক্টোপাসের মতো রাজনীতিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসের আলোচনায় নাছির

| সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৫:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আজ থেকে ১০৪ বছর আগে টুঙ্গিপাড়ার অজপাড়া গায়ে বঙ্গবন্ধু জন্ম গ্রহণ করেছিলেন বাংলাদেশের জন্মের জন্যই। একটি স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের জন্ম ও অভ্যুদয়ের ইতিহাসে যে নামটি সর্বপ্রথম আসে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ইতিহাস কেউ কখনো মুছে দিতে পারে নি এবং পারবেও না। তিনি গতকাল রোববার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা একাত্তরের পরাজিত অপশক্তি ও তাদের দোসরদের নির্মূল করতে হবে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ..ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধু বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্যই স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল সামাজিক বৈষম্যমুক্ত একটি বিশুদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু আজ স্পষ্টতই দেখতে পাচ্ছি ধণিক শ্রেণি অক্টোপাসের আটটি পায়ের মতো এদেশের সমাজ ও রাজনীতিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। গড় পড়তা আয় ও প্রবৃদ্ধি বেড়ে গেলেও ধনীগরিবের বৈষম্য দ্বিগুণের বেশি বেড়ে গেছে। অসাধু ব্যবসায়ী ও মুনাফালোভীরা নানা কৌশলে সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করছে তাদেরকে প্রতিহত করতে আরেকটি মুক্তিযুদ্ধ শুরুর করার সময় এসেছে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, একেএম বেলায়েত হোসেন, শেখ মাহমুদ ইছহাক, নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, শহিদুল আলম, ইঞ্জিনিয়ার বিজয় কৃষাণ চৌধুরী, রোটারিয়ান মো. ইলিয়াছ, বেলাল আহমেদ, আবুল মনসুর, সিদ্দিক আলম, জাহাঙ্গীর চৌধুরী, মো. জামাল উদ্দীন, ফয়জুল্লাহ বাহাদুর, আব্দুল আজিম, নুর মো. নুরু, লায়ন আশিষ ভট্টাচার্য, মিথুন বড়ুয়া। সভামঞ্চে উপস্থিত ছিলেন মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাইফুদ্দিন খালেদ বাহার, মহব্বত আলী খান, বখতেয়ার উদ্দীন খান, পেয়ার মোহাম্মদ, . নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ। এর আগে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কলিম উল্লাহ চৌধুরী ও ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরমজানের সঠিক খাদ্যাভ্যাস
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর স্বপ্ন ও কর্মকে পুঁজি করেই সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে দেশ