দ. কোরিয়ার বিপক্ষে অনিশ্চিত রোনালদো

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো রাউন্ড আগেই নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। তাই গ্রুপের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে কেবলই নিয়ম রক্ষার। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই ম্যাচে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। গত বুধবার কোনো অনুশীলন করেননি পর্তুগিজ অধিনায়ক। রিকভারির জন্য জিমে নির্দিষ্ট কিছু ব্যায়াম করে সময়টা কাটিয়ে দেন তিনি। আজ রোনালদো খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে নিশ্চয়তা দিতে পারলেন না কোচ সান্তোসও। তিনি বলেন, ‘তার খেলার সম্ভাবনা ফিফটিফিফটি। আমরা দেখব কী হয়। আজ কেমন অনুশীলন করে সেটার ভিত্তিতেই তার খেলা না খেলা নির্ভর করছে। সে না থাকলে আমাদের পরিকল্পনা আছে।’ নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে দেখবেন সান্তোস, ‘সব খেলোয়াড়ের প্রতি পুরো আস্থা আছে আমার। ইতিমধ্যেই আমি তিন খেলোয়াড়কে হারিয়েছি। দেখি অন্যান্যরা কেমন করে।

পূর্ববর্তী নিবন্ধআড়ালে মেসিদের হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ান ডিউক
পরবর্তী নিবন্ধম্যাচ শেষে লিওনেল মেসি আমার ভুলের পর দল আরও শক্তিশালী হয়ে ওঠে