সাতকানিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী নিহত ও তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম শফিকুল ইসলাম (৩৫)।
আজ শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের চারা বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের দক্ষিণ পুটিবিলা তাঁতী পাড়ার আজিজুর রহমানের পুত্র সৌদি আরব প্রবাসী শফিকুল ইসলাম ও তার বন্ধু সাতকানিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের গোয়াজর পাড়ার আবদুল মাবুদের পুত্র সৌদি আরব প্রবাসী ফখরুল ইসলাম মোটরসাইকেলযোগে কেরানীহাট থেকে লোহাগাড়ায় যাচ্ছিলেন।
তারা সড়কের সাতকানিয়াস্থ চারা বটতল এলাকায় পৌঁছার পর একইমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এছাড়া, গুরুতর আহত ফখরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, ঘাতক মাইক্রোবাসের চালক ঘটনার পর গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
অপরদিকে, গুরুতর আহত অবস্থায় সড়কের উপর পড়ে থাকা শফিক ও ফখরুলকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামমুখী অপর একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায়।
নিহত শফিকুল ইসলামের বন্ধু সাতকানিয়ার হাসমতের দোকান এলাকার মো. ফরিদুল আলম বলেন, “শফিক ও ফখরুল সহ আমরা বেশ কয়েকজন বন্ধু সৌদি আরব থেকে একসাথে দেশে এসেছি। নিহত শফিকুল ইসলাম দেশে আসার পর বিয়ে করেছে। শফিকুল ও ফখরুলের আগামী ১০ নভেম্বর সৌদি আরবে চলে যাওয়ার কথা ছিল।”
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, “মোটরসাইকেল আরোহী শফিকুল ও ফখরুল লোহাগাড়ার দিকে যাচ্ছিলেন। তারা সড়কের চারা বটতল এলাকায় পৌঁছার পর একইমুখী মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘাতক মাইক্রোবাসের চালক ঘটনার পর গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতের মরদেহ তার স্বজনদের নিকট বুঝিয়ে দেয়া হবে।”