চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের আলোচনা সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফজল আহমদ। বক্তারা বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় দেশের ভোগ্যপণ্যের পাইকারি বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। রমজান মাস শুরু হতে এখনো দুই মাস বাকি। অথচ এক শ্রেণির অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে ভোক্তাদের দিশেহারা করে তুলছে। সভায় বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী, কার্যকরী সভাপতি আলী আহমেদ শাহীন, সহ-সভাপতি ফাতেমা আক্তার ও অধ্যক্ষ নজরুল ইসলাম খান। প্রেস বিজ্ঞপ্তি।












