প্রতারণা মামলায় সাহেদকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ রিমান্ড আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহম্মেদ বলেন, সিআইডির পক্ষ থেকে মোহাম্মদ সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গতকাল সোমবার শুনানির সময় মোহাম্মদ সাহেদকে আদালতে হাজির করা হয়। খবর বিডিনিউজের।
নগরীর ডবলমুরিং থানায় গত বছরের ১৩ জুলাই ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণার মামলাটি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘দ্রব্যমূল্যের দাম ভোক্তাদের দিশেহারা করে তুলছে’
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির দিকে