চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আজ সব কিছুর মূল্য বৃদ্ধি হয়েছে। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। যার প্রেক্ষিতে আপনাদেরকে আজ সব কিছুই বেশি মূল্য দিয়ে কিনতে হচ্ছে। কেউ কিনতে পারছে, আর কেউ কিনতে পারছে না। বাজার থেকে খালি হাতে বাসায় ফিরে যাচ্ছে নিম্ন আয়ের মানুষ। বাজারে এখন সকল দ্রব্যের মূল্য দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে। দিশেহারা সাধারণ মানুষ। অসহায় সাধারণ মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলো। নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়েছে।
তিনি গতকাল মঙ্গলবার নগর মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয় নাসিমন ভবনে অসহায় দুস্থদের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এ সরকার জনগণের সরকার নয়। এটি একদলীয় ফ্যাসিস্ট সরকার। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। এক্ষেত্রে মহিলা দলের নেতৃবৃন্দকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রাজপথে থাকতে হবে।
নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, শামসুন নাহার, সাংগঠনিক সম্পাদক তাসলিমা বেগম, সহ সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন, দপ্তর সম্পাদক আয়েশা আকতার সানজিসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।