ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মহানগরের মাসিক সভায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ন্যাপ মহানগর শাখার নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সাধারণ জনগণের দৈনন্দিন জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এই পরিস্থিতি নিরসনে সরকারীভাবে বাজার মনিটরিং করার জন্য সরকারের প্রতি দাবি জানান। সভায় আগামীকাল শনিবার বিকাল ৪ টায় চেরাগী পাহাড় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অপর এক প্রস্তাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে গ্রাম-শহরে রেশনিং প্রথা চালুর দাবি জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক বাপন দাশগুপ্তের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফয়েজ উল্লাহ মজুমদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আলী নেওয়াজ খান, গাজী আলমগীর কবির, মিটুল দাশগুপ্ত, অধ্যাপক কামরুল আনোয়ার, সমীরন দাশ, গোলাম নবী, তিলক চৌধুরী, নুরুল আলম, নয়ন ধর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।