দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জনজীবনে দুর্গতি

| শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সাধারণ মানুষ আগে অত্যন্ত ডাল-ভাত খেয়ে বাঁচত। মাছ, মাংসের মতো সাধারণ খাবার বাংলার মানুষদের পাত থেকে সরে যাচ্ছে। দেশের কিছু সংখ্যক উচ্চবিত্ত মানুষের জন্য এটি কোন সমস্য না হলেও সাধারণ জনগণের জীবনে নেমে আসছে ব্যাপক দুর্গতি। তাই সমস্যা সমাধান প্রকল্পে দ্রুত এগিয়ে আসা উচিত। বাজার ব্যবস্থপনার উপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ থাকতে হবে অসাধু ব্যবসায়ী,মজুদদার, কালোবাজারি,চাঁদাবাজাদের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় ব্যবস্থা গ্রহণ করতে হবে মুদ্রাস্ফীতি কমিয়ে আনার জন্য সরকারের সচেষ্ট হতে হবে বাজারের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য বিভিন্ন সংস্থার ও জনপ্রতিনিধির সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা যেতে পারে রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করা ভ্রাম্যমাণ আদালতের নজরদারি বাড়ানে যেতে পারে প্রতিটি পণ্যের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে তা কঠোরভাবে বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ নেয়া যেতে পারে।
মো. নেজাম উদ্দীন
শিক্ষার্থী -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধবাংলা ভাষাকে সবার উর্ধ্বে রাখা প্রয়োজন
পরবর্তী নিবন্ধমাইকেল এঞ্জেলো: রেনেসাঁস যুগের অন্যতম ভাস্কর