ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরিফের আধ্যাত্মিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ.) ৩০ তম চান্দ্রবার্ষিকী ফাতেহা ও ওরশ গতকাল দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ফটিকছড়ি তেলপারইস্থ দরবারে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল বাদে জোহর খতমে কুরআন, খতমে গাউসিয়া ও হুজুর কেবলার (রহ.) জীবনী আলোচনা, মিলাদ মাহফিল ও রাতে দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় আখেরি মুনাজাত। মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করেন হুজুরের মেজ শাহজাদা আওলাদে রাসুল (দ.) শাহসূফি সৈয়দ ফছিহুদ্দৌলা (ম.জি.আ)। স্বাগত বক্তব্য রাখেন শাহসূফি শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাসানুদ্দৌলা (ম.জি.আ)। মাহফিলে বক্তারা বলেন, আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) আজীবন শরিয়ত তরিকত সুন্নিয়তের খেদমতে নিবেদিত ছিলেন। দ্বীনি শিক্ষার বিস্তার ঘটিয়ে দেশ ও সমাজে আদর্শ সুনাগরিক গড়ার মিশনেই উৎসর্গীত ছিলেন তিনি। তাঁর গভীর জ্ঞান, বহুমুখী বিষয়ে পাণ্ডিত্য, বিনয়, সততা তাকওয়া পরহেজগারিতা দেখে অভিভূত হতে হয়। মাস্টার মুহাম্মদ সেকান্দর আলম চৌধুরী ও মাওলানা সৈয়দ আবদুল লতিফ চাটগামীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন ফরহাদাবাদ কাদেরীয়া মাদ্রাসার সহসুপার মাওলানা জাফর উদ্দিন কামালী। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন রাউজান হাজীপাড়া দরবার শরিফের সাজ্জাদানশিন মাওলানা সৈয়দ মহিব্বুল্লাহ নক্সবন্দি, অধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন আলকাদেরী, মাওলানা সেলিম উল্লাহ আশরাফী, মাওলানা হারুনুর রশিদ নক্সবন্দি, অ্যাডভোকেট হারুন মিয়া চৌধুরী, শাহজাদা এস.এম. রেজাউল করিম বাবুল, জাফতনগর সৈয়দা জোহরা বেগম এতিমখানার সভাপতি কাজী মুহাম্মদ জানে আলম বাবুল, মাওলানা আলমগীর হোসাইন, মাস্টার মুহাম্মদ খায়রুল ইসলাম, মুহাম্মদ হোসেন চৌধুরী, মাওলানা এম.এ. মান্নান, মাওলানা ইসমাইল কাদেরী, মাস্টার মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম কাদেরী, শামসুল আরেফিন, মাওলানা ওমর ফারুক জালালী, মুহাম্মদ বেদারুল ইসলাম, আবু তাহের জসিম, আবুল কালাম, শেখ মুহাম্মদ আলী, আহসানুল করিম, আবদুর রশিদ, মাস্টার মুহাম্মদ বোরহান উদ্দিন, নিয়াজ আহমদ চৌধুরী, হাফেজ মাওলানা আলী হোসেন আনোয়ারী, মুহাম্মদ ইউনুছ, মুহাম্মদ মামুন, মুহাম্মদ জসিম। মিলাদ কেয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত করা হয়।