একরকম বৃষ্টির চোখ রাঙানি নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচটি খেলেছে বাংলাদেশ দল। মাঝখানে কিছুক্ষনের জন্য বৃষ্টি হানা দিলেও তা ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেনি। যদিও বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপকে। অস্ট্রেলিয়ায় পৌছার পর থেকে ভাল করে একদিনও অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে বৃষ্টির জন্য। এরই মধ্যে বিশ্বকাপে বেশ কয়েকবার হানা দিয়েছে বৃষ্টি। আশংকা করা হচ্ছে বৃষ্টির সাথে লুকোচুরি করেই যেন খেলতে হবে এবারের বিশ্বকাপ। কারন প্রতিটি ভেন্যুতেই বৃষ্টি হচ্ছে। এরই মাধ্যে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল। হোবার্টের বেলেরিভ ওভালে ওই ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে ভাগ্য ভালো বলতে হয় বাংলাদেশের। মাঝে কতকটা সময় খেলা বন্ধ থাকলেও ওভার কাটতে হয়নি। ভালোভাবেই শেষ করা গেছে ম্যাচটি।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে জিতেছে ৯ রানে। যা ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মুল পর্বে প্রথম জয়। সেই ২০০৭ সালে প্রথম জয় পেয়েছিল টাইগাররা। দারুণ এক জয়ের পর ফুরফুরে মেজাজেই আছে টাইগার শিবির। সাকিব আল হাসানের দল এরই মধ্যে হোবার্ট থেকে গতকালই সিডনিতে পৌঁছে গেছে। ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার। তবে শঙ্কার বিষয় হলো, বৃহস্পতিবারের এই ম্যাচটিতেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৭০ ভাগ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিন। যদিও বাংলাদেশ দল আপাতত সে সব নিয়ে ভাবতে চায়না। তাদের লক্ষ্য ম্যাচটি খেলা। জয় পরাজয়কে ছাপিয়ে ম্যাচ খেলতে পারাটাই যেন এখন বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে বৃষ্টির কারণে জিম্বাবুয়ের মত দলের বিপক্ষে পয়েন্ট হারাতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। যা দলগুলোর জন্য সত্যিই পীড়া দায়ক। আজ দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের দিন অনুশীলন করবে বাংলাদেশ দল। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারায় বেশ ভাল অবস্থায় রয়েছে পুরো দল। তাদের লক্ষ্য এখন পরের ম্যাচ গুলোতেও নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নেওয়া। যদিও পরের ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে হারাতে পারেনি বাংলাদেশ দল। দু’দলের ৭ মোকাবেলায় ৭টিতেই জিতেছে প্রোটিয়াসরা। এবার সে ইতিহাস বদলানোর সময় এসেছে। সাকিব আল হাসানের দলও যেন সে ইতিহাস বদলানোর অপেক্ষায় রয়েছে। প্রথম ম্যাচের ত্রুটি বিচ্যুতি গুলো শুধরে এখন জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ দল।