দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে বার্ডস ও বক্সিরহাটের জয়

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ৫ম রাউন্ডে ‘বি’ গ্রুপে বার্ডস স্পোর্টিং ক্লাব এবং বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বার্ডস স্পোর্টিং ক্লাব ২ উইকেটে আবেদীন ক্লাবকে পরাজিত করে। এ নিয়ে বার্ডস স্পোর্টিং ক্লাব নিজেদের পাঁচ খেলার পাঁচটিতেই জয়লাভ করলো। তারা এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে। ৫ খেলা শেষে তাদের পয়েন্ট ১৫। অন্যদিকে আবেদীন ক্লাব সমান খেলায় ৭ পয়েন্ট পেয়েছে। টসে জিতে আবেদীন ক্লাব গতকাল প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভার খেলা শেষে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৮৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক দুর্জয় দে। তিনি ১১৭ বল খেলে ৭২ রান করেন। ৭টি চার এবং ১টি ছয় মারেন তিনি। অন্যদের মধ্যে কিপার আরশি হান্নান মিহন ৩২,ইমরান উদ্দিন ১৪ এবং মো. জুয়েল ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৪ রান। বার্ডস স্পোর্টিং ক্লাবের পক্ষে রোকুনুল আবেদীন ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন জাহেদুল হাসান এবং আশিক আলম অপূর্ব। জবাবে বার্ডস স্পোর্টিং ক্লাব ৪৩ ওভার খেলে ৮ উইকেটে ১৮৭ রান তুলে নেয়। দুই ওপেনার মো. আবদুল কাদের ৪৬ এবং সাইফুদ্দিন কায়সার ২২ রান করে আউট হন। এছাড়া আশফাক আহমেদ তৌকির ২৮,নাজমুল হুদা রাকিব অপরাজিত ১৭, মো. শাহনেওয়াজ ১৬, জাহেদুল হাসান ১৪ এবং ইমরান আল সজিব ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান।

আবেদীন ক্লাবের পক্ষে হাসান মো. সাইমন ৩টি উইকেট লাভ করেন। ২টি করে উইকেট নেন সাইরাজ জামাল সুমন এবং দুর্জয় দে। ১টি উইকেট দখল করেন মো. জুয়েল। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত লিগের অপর খেলায় বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাব ২ উইকেটে পিডিবি আরসিকে পরাজিত করে। ৫ খেলা শেষে বক্সিরহাট ৮ পয়েন্ট এবং পিডিবি সমান খেলায় ৬ পয়েন্ট পেয়েছে। টসে জিতে বক্সিরহাট প্রথমে ব্যাট করতে পাঠায় পিডিবিকে। পিডিবি ৪৯.৩ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে। দলের হয়ে শাহিদুল আলম সর্বোচ্চ ৫১ রান করেন ৭৩ বল খেলে। অতিরিক্ত থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান। এছাড়া আবদুর রহিম ৩২,ওমর শরীফ ২৭, সারওয়ার আহমেদ ২৬,তাহাজিব ইসলাম ২২, আমিরুল ইসলাম ১৩ এবং দেলোয়ার হোসেন ১১ রান করেন। বক্সিরহাটের পক্ষে আকরাম হোসেন ৩টি, মো. নুরুল্লাহ এবং নুরউদ্দিন সুজন ২টি করে উইকেট পান। ১টি করে উইকেট নেন জয় দাস এবং আলী হায়দার চৌধুরী। জবাবে বক্সিরহাট ইয়ং ম্যান্স ক্লাব ৪৩.২ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে। তারা ২৩৭ রান তুলে নেয়। দলের জাকির হোসেন ৭৩ বলে সর্বোচ্চ ৬৩ রান সংগ্রহ করেন। ৪০ রান করে অপরাজিত থাকেন মেহেদি হাসান তপু এবং আকরাম হোসেন। এ জুটি ৮৩ রান যোগ করে দলের জয় ত্বরান্বিত করে। অন্যদের মধ্যে আনোয়ার হোসেন ২৩, গৌতম দাস ২২, আমিনুল ইসলাম আরাফাত ১৭ এবং রাকিব হাসান ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। পিডিবির পক্ষে ৪টি উইকেট দখল করেন আহমেদুল হাসান। ১টি করে উইকেট নেন ওমর শরীফ,তাহাজিব ইসলাম,শাহেদুল আলম এবং দেলোয়ার হোসেন। আজকের খেলা : মাদারবাড়ি মুক্তকণ্ঠ বনাম এলিট পেইন্ট(মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ),কল্লোল সংঘ গ্রিণ বনাম ইয়ং স্টার ক্লাব(এম এ আজিজ স্টেডিয়াম)

পূর্ববর্তী নিবন্ধচকবাজার ওয়ার্ড পর্যায়ের খেলা শুরু
পরবর্তী নিবন্ধফেডারেশন কাপের শিরোপা উৎসব মোহামেডানেরই