মুজিববর্ষ সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে এলিট পেইন্ট আর সি বড়ো জয় পেয়েছে। গতকাল বুধবার মহিলা কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ১২৫ রানের ব্যবধানে ওপিএ কে পরাজিত করে। টসে জিতে এলিট পেইন্ট প্রথমে ব্যাট করতে নামে। ৪৩.২ ওভার খেলে ২২৮ রান করে তারা অল আউট হয়। হারুন রশিদ সর্বোচ্চ ৬৫ রান করেন। রবিউল হাসান করেন ৪০ রান। এছাড়া মো. শাহনেওয়াজ ২৫,ইয়াসিন আরাফাত ১৮,রাশেদুল হক ১৮,মো. ফাহিম পারভেজ ১৪ এবং আরমান চৌধুরী ১২ রান করেন। অতিরিক্ত রান হয় ২৫। ওপিএ দলের আবদুল্লাহ ৩টি এবং মনজুর ২টি উইকেট পান। জবাবে ওপিএ ২৯.১ ওভার ব্যাট করে ১০৩ রানে সব উইকেট হারায়। দলের পক্ষে মনজুর হাসান ২৩,শিশির হোসেন ২০,আবু বক্কর ১৯রান করেন। অতিরিক্ত রান হয় ১৭। এলিট পেইন্টের রাফসান উদ্দিন,রাশেদুল হক, আনোয়ার হোসেন এবং আরমান চৌধুরী প্রত্যেকেই ২টি করে উইকেট নেন।
 
        
