ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিভাগীয় দল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতার বিভাগীয় ফাইনালে উন্নীত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় দল। তিন দিনের ম্যাচের এই প্রতিযোগিতায় গতকাল প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগীয় দল ঢাকা মেট্রো দলের সাথে ড্র করে । তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাধে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগ। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনের প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষ ঢাকা মেট্টো দলকে প্রথম ইনিংসে ১০২ রানে অল আউট করে দেয় চট্টগ্রাম। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা চট্টগ্রাম বিভাগীয় দল ৯৯.৫ ওভারে ২৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমরান হাসান ১৪০ বলে করে ৯০ রান। ১৪টি চার মেরেছে ইমরান। এছাড়া মিনহাজুর ৪১, আহনাফ ৩১, রাকিবুল ৩১ এবং খালেদ করে ৪৬ রান। ঢাকা মেট্রোর পক্ষে ৮৭ রানে ৫টি উইকেট নেয় নাঈম। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে তালহা এবং শাকিল। প্রথম ইনিংসে ১৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। তৃতীয় দিন শেষে ঢাকা মেট্টো ৪৬ ওভারে ৩ উইকেটে ১১৩ রান সংগ্রহ করলে ম্যাচটি ড্র হয়ে যায়। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকায় ফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম বিভাগ। দলের পক্ষে ৭৪ রান করে অপরাজিত ছিল হৃদয়। এছাড়া ২২ রান করে হামিম। চট্টগ্রাম বিভাগের পক্ষে ২টি উইকেট নিয়েছে আবদুর রহমান। একটি উইকেট নিয়েছে হৃদয় হাসান। চট্টগ্রাম বিভাগীয় দলের ইমরান হোসাইন ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য নাসির মিয়া এবং চট্টগ্রাম বিভাগীয় দলের ম্যানেজার নুরুন্নবী লিটন।

পূর্ববর্তী নিবন্ধদলবদল করলেন মাশরাফি,অস্ত্রোপচার করতে যাচ্ছেন চেন্নাই
পরবর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ক্রিকেটে এলিট পেইন্টের জয়