এক সপ্তাহ আগেই করোনা পজিটিভ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেলফ আইসোলেশনে থাকার পর বৃহস্পতিবার দ্বিতীয় পরীক্ষা করিয়েছেন। কিন্তু এবারও রিপোর্ট পজিটিভ। উয়েফার করোনা প্রটোকল অনুযায়ী, একজন খেলোয়াড়কে মাঠে নামার এক সপ্তাহ আগেই করোনা নেগেটিভ হতে হবে। কিন্তু রোনালদো তা পারলেন না। যদিও করোনা পজিটিভ হওয়ার পর নিজ দেশে সিআর সেভেনের আইসোলেশনে থাকার কথা। তবে নিয়মের তোয়াক্কা না করে ইতালিতে ফিরেছেন জুভেন্টাস ফরোয়ার্ড। নিয়ম ভেঙে তুরিনে ফিরে আসায় সমালোচনার মুখে পড়েছেন রোনালদো।