ভালো আছেন মুশফিক খেলতে পারেন ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৯:১৪ পূর্বাহ্ণ

গত বুধবার প্রেসিডেন্ট কাপের লিগ পর্বের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে ব্যথা পাওয়া মুশফিকুর রহিমের শারীরিক অবস্থা এখন বেশ ভালো। গতকাল টিম হোটেলে লম্বা সময়ব্যাপী সুইমিংও করেছেন মুশফিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো, বায়েজিদুল ইসলাম খান ও শাওন গতকাল তার ইনজুরি বেশ ভাল করেই পরখ করে দেখেছেন। তাদের মনে হয়নি কাঁধে স্ক্যান করানোর প্রয়োজন আছে। আজ যেহেতু প্রেসিডেন্ট’স কাপ টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি হচ্ছে না তাই আগামী রোববার নাগাদ মুশফিকের সুস্থ হয়ে উঠার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে তিনি খেলতে পারবেন ফাইনালে। তবে আজ ফাইনাল ম্যাচটি হলে তিনি খেলতে পারতেন কিনা তা নিয়ে সংশয় ছিল।
দলের ফিজিওদের বরাত দিয়ে বিসিবির প্রধান চিকিৎসক জানান, ফিজিওরা আমাকে ওর বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে। মুশফিক এখন ভালো আছে। বড় ধরনের ফ্র্যাকচার বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাই স্ক্যান করার প্রয়োজন পড়েনি। গত বুধবার নাজমুল একাদশ ও তামিম একাদশের মধ্যকার অঘোষিত সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংসে কঠিন এক ক্যাচ নিতে মুশফিক ঝাঁপিয়ে পড়েছিলেন। আর তাতেই ঘটে বিপত্তি। কাঁধে আঘাত পান তিনি। ব্যথায় কাতর মুশি এরপর মাঠ থেকে বেরিয়ে যান। আর নামা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ রোনালদো
পরবর্তী নিবন্ধসাকিবকে সময় দিতে চান ডোমিঙ্গো