দ্বিতীয় দিন শেষে পদক তালিকার শীর্ষে আনসার

জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু ৪২তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ আনসার। গতকাল দ্বিতীয় দিন শেষে ৫টি স্বর্ণ এবং ৩টি রৌপ্য পদক সহ ৮টি পদক নিয়ে এক নম্বরে বাংলাদেশ আনসার। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তারা ৫টি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ পদক লাভ করে। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনী ২টি স্বর্ণ পদক লাভ করেছে। আর স্বাগতিক চট্টগ্রাম পেয়েছে তিনটি পদক। যার মধ্যে ২টি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ। আজ আরো ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। আজ প্রতিযোগিতার শেষ দিন। আজ বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। গতকাল প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক তাহের উল আলম চৌধুরী স্বপন এবং যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু সহ সাইক্লিং ফেডারেশনের কর্মকর্তা এবং সাবেক জাতীয় সাইক্লিস্টরা।

এদিকে গত বৃহষ্পতিবার চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে উদ্বোধন করা হয় ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন, স্পন্সর প্রতিষ্ঠান এস.এস গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে নিয়ে সভাপতি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সহসভাপতি আব্দুল গাফ্‌ফার ও কাজী ইলিয়াস আহমেদ, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু, সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম সহ বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন ও সিজেকেএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ । প্রতিযোগিতার প্রথম দিনে মহিলাদের ২৮ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়েল টাইম ট্রায়ালে দ্বিতীয় স্থান অধিকার করে চট্টগ্রামের শবনম আকতার। এই ইভেন্টে প্রথম হয়েছে বিজিবির নিশি খাতুন। তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ আনসারের রাহেলা খাতুন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভলিবল লীগে কাস্টম এস সি চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধজাতীয় চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম দল যেন ছিল এতিমের মত