দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

পাল্লেকেলেতে প্রথম টেস্ট ড্র করে বেশ স্বস্তিতে টাইগার শিবির। কারন ব্যাটসম্যানরা ফিরে পেয়েছে তাদের ছন্দ। এমন উইকেটে ম্যাচ জেতাটা কঠিন বলছেন অনেকে। তবে উইকেটের সুবিধাটা ব্যাটসনম্যানরা নিতে পেরেছে সেটাই বড় প্রাপ্তি। প্রথম টেস্টের উইকেট একেবারে ব্যাটিং স্বর্গ হলেও দ্বিতীয় টেস্টে এমন উইকেট নাও হতে পারে। ভিন্ন হবে দ্বিতীয় টেস্টের উইকেট। তেমনটি ধারণা টাইগার শিবিরের। আর সেভাবেই নিজেদের প্রস্তুত করে নিচ্ছে বাংলাদেশ দল। আগামীকাল বৃহস্পতিবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। সিরিজ নির্ধারণী সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগাররা। গতকাল মঙ্গলবার পাল্লেকেলে স্টেডিয়ামে অনুশীলনে তিন বিভাগেই শান দিয়েছে লাল সবুজের দল। তবে পাদ প্রদীপের আলোয় ছিল মূলত ব্যাটিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ভিডিও চিত্রে সেই দৃশ্যই ফুটে উঠেছে। ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, মাঠে পাশাপাশি দন্ডায়মান তিন নেটে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা নিবিড় ব্যাটিং অনুশীলন চালিয়ে যাচ্ছে। নাইম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং থ্রোয়াররা সমানে বল করে যাচ্ছে ব্যাটসম্যানদের। পাশাপাশি বোলিং ফিল্ডিংয়ে মনোযোগী ক্রিকেটাররা। প্রথম টেস্টের আত্নবিশ্বাসকে কাজে লাগাতে চায় টাইগাররা। শুধু তাই নয় ক্রিকেটারদের শরীরি ভাষাও জানান দিচ্ছে প্রথম টেস্টের চেয়েও উজ্জ্বল পারফরম্যান্সে রাঙাতে চাইছেন দ্বিতীয় টেস্ট ম্যাচটি। যদিও লংকানরাও চাইবে সিরিজ নিশ্চিত করতে। প্রথম টেস্টে লংকানদের পারফরম্যান্স বাংলাদেশের চাইতে বেশ ভাল। তারপরও বাংলাদেশের প্রত্যাশা এখন সিরিজ জেতা। ২০১৭ সালে নিজেদের শততম টেস্টের স্মৃতি এখনো তরতাজা বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। সে স্মৃতিকে আবার ফিরিয়ে আনতে চান মোমিনুলরা। প্রথম টেস্ট ড্র করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মত পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের পাঁচ ম্যাচে হারের বৃত্ত ভেঙে বেরিয়ে এলো লাল-সবুজের দল। ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন এটা সম্ভব হয়েছে চাপমুক্ত ক্রিকেটে খেলে। বাংলাদেশ দলপতি মোমিনুল হক যে বার্তা সিরিজ শুরুর আগেই সেই বার্তা দিয়েছিলেন। দারুণ আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে তিনি বলেছিলেন, এখানে চাপের কিছু নেই। তাতে কাজও হয়েছে বিস্তর। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এর আগে বাংলাদেশের নামের পাশে শূন্য থাকলেও এখন ২০ পয়েন্ট যোগ হয়েছে। শেষ ম্যাচে নিশ্চয়ই এর চেয়ে উজ্জ্বল থাকবে টিম বাংলাদেশের পারফরম্যান্স। ড্র করতে পারলেও প্রাপ্তি কম হবে না। বিদেশের মাটিতে ড্র করাটাও কম নয়। যদিও টাইগারদের প্রস্তুতিটা জয়ের লক্ষ্যে।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল চলবে জানালেন সৌরভ
পরবর্তী নিবন্ধমেলা