চট্টগ্রাম টেস্টে বলতে গেলে প্রায় পুরো ম্যাচ চালকের আসনে থেকেও অপ্রত্যাশিতভাবেই হেরেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে হারের পেছনে সবচাইতে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে সাকিবের না থাকা। সাকিব না থাকা মানে বাংলাদেশ দলের বোলিং এর অর্ধেক না থাকা। চট্টগ্রাম টেস্টের হারের বেদনার সাথে আরো একটি দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। তা হচ্ছে ঢাকা টেস্টেও সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। ইনজুরি থেকে সেরে না ওঠায় ঢাকা টেস্টে খেলতে পারবেন না সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে গতকাল সোমবার সাকিবের ছিটকে যাওয়ার খবর জানিয়েছে। বাঁ হাতি এই অলরাউন্ডারের জায়গায় এখনো কারো নাম ঘোষণা করেনি বিসিবি। কুঁচকির ইনজুরি কাটিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছিলেন সাকিব। দ্বিতীয় দিন বিকেলে নিজের বোলিংয়ে ফিল্ডিংয়ের সময় পায়ে টান লাগে তার। তখন ধারণা করা হয়েছিল আঘাতটা কুঁচকির। পরে বিসিবি জানায়, বাঁ ঊরুতে আঘাত পেয়েছেন এই অলরাউন্ডার। নতুন ইনজুরির কারণে সাকিবকে নিয়ে জাগে শংকা। শেষ পর্যন্ত সেই শংকাই সত্যি হলো। সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে তাকে পাচ্ছে না বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন থেকে আর মাঠে নামেননি সাকিব। হেরে যাওয়ার পর অধিনায়ক মোমিনুল হক বলেন, ম্যাচে সাকিবের অভাব অনুভব করেছেন তিনি। সেই ম্যাচে তবুও সীমানার পাশে দাঁড়িয়ে সতীর্থদের পরামর্শ দিতে পেরেছিলেন সাকিব। কিন্তু ঢাকায় দলের সঙ্গেই থাকছেন না সাকিব। বিসিবি জানিয়েছে জৈব সুরক্ষা বলয় ছাড়ছেন সাকিব। বিসিবির মেডিকেল বিভাগ তার চিকিৎসা চালিয়ে যাবে এবং অবস্থা পর্যবেক্ষণ করতে থাকবে। আগামী বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।