দ্বিতীয় কার্যদিবসেও মিতুর বাবাকে জেরা শেষ হয়নি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

ভারতীয় নাগরিক গায়ত্রী অমর সিংয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ভাড়াটে লোক দিয়ে স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুন করেছেন সাবেক এসপি বাবুল আক্তার, এমন অভিযোগে দায়ের করা মামলায় মিতুর বাবা ও মামলার বাদী মোশাররফ হোসেনকে জেরা শেষ হয়নি। আগামীকাল বুধবারও তাকে জেরা করা হবে। গতকাল দ্বিতীয় কার্যদিবসের মতো তাকে জেরা করেন বাবুলের আইনজীবীরা। এর আগে ২ মে তাকে আংশিক জেরা করা হয় এবং সেদিনই তার সাক্ষ্য সমাপ্ত হয়।

মহানগর পিপি আবদুর রশিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মোশাররফ হোসেনের সাক্ষ্য শেষ হয়েছে। এখন তাকে জেরা করা চলছে। আগামী ১০ মে রোববারও তাকে জেরা করা হবে। মিতু খুনের মামলায় গত ১৩ মার্চ চার্জ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। এর আগে গত বছরের ১৩ সেপ্টেম্বর বাবুলসহ সাত আসামির বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে ২০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধবাঘাইছড়িতে সেতুর পাটাতন ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধখড়ের গাদায় বিষধর সাপের ৫০ বাচ্চা