দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি শুরু

| মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি বছরের প্রথম অধিবেশন।

গতকাল সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম ও ২০২৪ সালের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের () দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। খবর বাংলানিউজের।

এ অধিবেশনেই দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। বিরোধী দলের দায়িত্বে কোন দল বা জোট আসবে, সেটিও নির্ধারণ করা হবে। তাছাড়া প্রত্যেক বছর সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার নিখোঁজ ১৫ জেলে উদ্ধার
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল আজ