মৌলভীর দোকান চরতী সড়কের ডলু খালের উপর নির্মিত বেইলি ব্রিজটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। নির্মাণ প্রতিষ্ঠানের চরম দুর্নীতি ও অব্যাবস্থাপনায় শুরু হতে নলুয়া ডলু ব্রিজটি নাটবোল্ট ভালোভাবে সংযোজন না করে,মনগড়া বেইলি সিট সংযোজন ও নিরাপত্তা মূলক ব্রিজ বেষ্টনী সংযোগ যথাযথ না করায় যে কোন সময় বড় ধরনের অঘটন ঘটবার সম্ভাবনা তৈরী হয়েছে এবং ইতিমধ্যে ব্রিজটির পাটাতন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। নিয়মিত ছোটখাট এঙিডেন্টতো লেগেই আছে বলা যায়। এই ব্রিজ ব্যবহার করে সাতকানিয়া বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ-এর বিপুল জনসাধারণের যাতায়াত ও ক্ষেতের সবজি চট্টগ্রামে পাঠানোর কাজে নিয়মিত ব্যবহার করে আসছেন। অত্র এলাকার গণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করার পূর্বে ডলু খালের নলুয়া সেতুর আশু মেরামত ও বিপদমুক্ত করার জন্য দোহাজারী সড়ক বিভাগের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।
নলুয়ার আপামর মানুষের পক্ষে-
অনুপম চৌধুরী,চৌধুরী ফার্মেসী,
তালতলা, নলুয়া, সাতকানিয়া।