দোহাজারী ভূমি অফিসে চুরি, ল্যাপটপসহ মালামাল লুট

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১১:১৮ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী ভূমি অফিসে চুরি সংগঠিত হয়েছে। গত ২ আগস্ট রাতের যে কোনো সময় চোরের দল অফিসের জানালার গ্রিল কেটে প্রবেশ করে ল্যাপটপ, প্রিন্টারসহ ১ লাখ ২৮ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

জানা যায়, ঘটনার দিন রাতে চোরের দল অফিসের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় অফিসে রক্ষিত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, সিসি টিভির মনিটর, ইন্টারনেটের রাউটারসহ প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়াও চোরের দল অফিসের মূল্যবান কাগজপত্রও তছনছ করে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার উপসহকারী ভূমি কর্মকর্তা মো. এনামুল হক বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, দোহাজারী ভূমি অফিসে চুরির ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবন উদ্বোধন
পরবর্তী নিবন্ধপাহাড়তলী গার্লস স্কুলে করোনা মেডিসিন ব্যাংকের বৃক্ষরোপণ