চন্দনাইশের দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দোহাজারী ব্লাড ব্যাংকের অর্ধযুগ পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্প্রতি দোহাজারী পৌরসদরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। তিনি বলেন, অসহায় রোগীদের বিনামূল্যে রক্তদান এবং সুস্থ সবল মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করে যাচ্ছে দোহাজারী ব্লাড ব্যাংকের কর্মীরা। পাশাপাশি সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসুচীও পালন করছে সংগঠনটি। যা অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু দিনব্যাপী অনুষ্টানের উদ্বোধন করেন। সংগঠনের অ্যাডমিন এসএম ওয়াহিদ রনির সভাপতিত্বে ও কামরুল ইসলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের অ্যাডমিন মাইনুদ্দিন হাসান। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, দোহাজারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, যুবলীগ নেতা মো. লোকমান হাকিম, মোহাম্মদ মনচুর আলী ফয়সাল, এম.ফয়েজ আহমদ টিপু, আ’লীগ নেতা শাহ্ আলম মেম্বার, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক রবিউল ইসলাম, শফিকুল ইসলাম রাহী, মৌলানা আব্দুল গফুর রব্বানী, মোহাম্মদ সোলায়মান, জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, মুহিম বাদশা, হাসানুজ্জামান, আবু বক্কর হারুন, আব্দুর রব রনি, শাহাদাৎ সালেহীন, মো. হাসান, শুভ বড়ুয়া, মো. তারেক রাফি, অভি নাথ, রিদুয়ানুল হক প্রমূখ। অনুষ্টানে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় দক্ষিণ চট্টগ্রামের ৭০টির বেশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।