দোহাজারী পৌরসভার নির্বাচন ১৭ জুলাই

দীর্ঘ প্রতীক্ষার অবসান

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:০১ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা২ অধিশাখা’র উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিলে ১৮ জুন মনোনয়নপত্র দাখিল, ১৯ জুন মনোনয়নপত্র বাছাই এবং ২৫ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসারকে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৌরসভার ভোটগ্রহণ হবে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।

জানা যায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২০১৫ সালের ২৪ আগস্ট চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভা গঠনের লক্ষ্যে উপজেলার দোহাজারী ইউনিয়নের চাগাচর, দোহাজারী, রায়জোয়ারা, হাতিয়াখোলা, জামিজুরী, দিয়াকুল ও সাতবাড়িয়া ইউনিয়নের হাছনদন্ডী মৌজা নিয়ে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করে। একই বছর ১২ নভেম্বর এলাকাসমূহকে শহর এলাকা ঘোষণা করে রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব একেএম আনিছুজ্জামান প্রজ্ঞাপন জারি করেন। ২০১৭ সালের ৯ জানুয়ারি জাতীয় প্রশাসনিক সংস্কার কমিটির (নিকার) সভায় অনুমোদন দিয়ে দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে সরকারি গেজেট জারি করা হয়। একই বছর ১১ মে মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ থেকে পরিপত্র জারির মাধ্যমে পৌরসভা বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৭ সাল থেকে পদাধিকারবলে দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় দীর্ঘ ৭ বছর ধরে দোহাজারী পৌরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি কাক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়। অবশেষে সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরীর প্রচেষ্টায় গত বছর ৪ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ওয়ার্ড বিভাজনের গেজেট প্রকাশ করে। এবার দোহাজারী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরেছে।

এদিকে বিগত এক মাস আগে দোহাজারী পৌরসভার নির্বাচনের তফসিল হওয়ার খবরে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ব্যাপক প্রচারপ্রচারণা শুরু করেন। প্রথমবার মেয়র ও কাউন্সিলর হয়ে ইতিহাসের স্বাক্ষী হতে চান অনেকেই।

এর মধ্যে মেয়র পদে সরকার দলীয় নৌকার প্রার্থী হতে চান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, সাধারণ সম্পাদক বশির উদ্দীন খান মুরাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, উপজেলা যুবলীগের সদস্য মো. লোকমান হাকিম, দোহাজারী পৌরসভা যুবলীগের আহ্বায়ক মনসুর আলী ফয়সাল। এছাড়া এলডিপি দলীয় প্রার্থী হিসেবে দোহাজারী পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মো. নাসির উদ্দীন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী হিসেবে দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি মাও. আহমদ হোছাইন আলকাদেরী, চন্দনাইশসাতকানিয়া আংশিকের সাবেক সভাপতি মাও. আহমদ রেজা নকশবন্দি, কেন্দ্রীয় সুরা কমিটির সদস্য এম এ আউয়াল এবং জাতীয় পার্টি থেকে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম বাদশা মিয়া, দোহাজারী পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আকবরের নাম শোনা যাচ্ছে।

এদিকে বিএনপি যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে দোহাজারী পৌরসভা বিএনপির সভাপতি নুর মোহাম্মদ এবং বাবু খানের নামও শোনা যাচ্ছে। ইতিহাসের স্বাক্ষী হতে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে। সম্ভাব্য এসব প্রার্থীরা ইতোমধ্যে ব্যাপক প্রচারপ্রচারণাও শুরু করেছেন। প্রায় ৩২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দোহাজারী পৌরসভার প্রথম মেয়র ও স্বস্ব ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করবেন।

চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল আবেদীন জানান, প্রথমবারের মত দোহাজারী পৌরসভা পরিষদ পাচ্ছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলের বিচার শুরু
পরবর্তী নিবন্ধ১২ কোটি টাকা দানকর দিতে হবে ড. ইউনূসকে