দোহাজারী-ঘুমধুম রেলপথ চালু হবে আগামী বছরেই : মন্ত্রী

কক্সবাজারে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম রেলপথ নির্মাণের কাজ প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ হলেই ২০২২ সালের ডিসেম্বরে রেলপথটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
‘দোহাজারী-ঘুমধুম সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ’ প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ গতকাল শনিবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। হয়। এতে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২৮ জন ক্ষতিগ্রস্তের মাঝে ৩ কোটি টাকার চেক বিতরণ করা হয়।
রেলমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে রেলকে অবজ্ঞা করে একটি অকেজো ও পরিত্যক্ত প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী যোগাযোগ ব্যবস্থার সম্ভাবনাময় এই খাতকে সচল করেছেন। ইতোমধ্যে দেশের সকল জেলায় রেলকে পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে কক্সবাজারকে অগ্রাধিকার দেয়া হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় স্বার্থে কক্সবাজারে অনেক উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে।
প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান বলেন, ‘দোহাজারী-ঘুমধুম সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ’ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রায় ৬৫ শতাংশ শেষ হয়েছে। আর ৩৫ শতাংশ বাকি আছে। পর্যায়ক্রমে সবাইকে ক্ষতিপূরণের টাকা দেয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি ও কানিজ ফাতেমা মোস্তাক এমপি। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিন আল পারভেজ। উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ে মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করা ৯ রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধহিমশীতল মস্কো সর্বনাশা তুষারের নিচে