ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করা ৯ রোহিঙ্গা আটক

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করার সময় ৯ রোহিঙ্গাকে আটক করেছে গ্রাম পুলিশ। গতকাল সন্ধ্যা ৬টায় মাতারবাড়ি নতুন বাজার ও বাংলাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, ওই রোহিঙ্গারা আলী কনস্ট্রাকশন নামের প্রতিষ্ঠানে কাজ করছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বিষয়টি জানতে পেরে তাদের মাতারবাড়ি পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এনজিও সংস্থা এসিএফ-এর চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান।
আটককৃতরা হলেন নাজিম উল্লাহ (২৩), লাল মোহাম্মদ (২৭), নুর আলম (৩০), এরশাদুল্লাহ (২৮), কেফায়েত উল্লাহ (৩০), খায়রুল আমিন (২৫), জিয়াবুল হোসেন (১৬), জাফর উল্লাহ (২১) ও হামিদ হোসেন (৫৫)। তারা কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
পরবর্তী নিবন্ধদোহাজারী-ঘুমধুম রেলপথ চালু হবে আগামী বছরেই : মন্ত্রী