চন্দনাইশের দোহাজারী পৌরসভাধীন বিভিন্ন এলাকায় ৫শ পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম ট্রাস্ট্রি বোর্ডের সহ-সভাপতি আবদুল নবী খাঁন এই টাকা বিতরণ করেন। প্রায় সপ্তাহব্যাপী চলে এই কর্মসূচি। গতকাল মঙ্গলবার শেষ দিনে অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী, আবদুস ছবুর খান, এডভোকেট সুমন সরকার, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, এসএম জামাল উদ্দীন মেম্বার, প্রবীণ দাশ প্রমুখ। এছাড়াও একইদিন দোহাজারী ৩১ শয্যা হাসপাতালে করোনা রোগীদের জন্য ১টি অঙিমিটার ও ডায়রিয়া রোগীদের জন্য ২শ প্যাকেট কলেরা স্যালাইন দেওয়া হয়।