দোহাজারীতে গৃহহীন ২ পরিবার পেল সেমিপাকা বসতঘর

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:৩১ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার গৃহহীন দুই পরিবারকে সেমিপাকা বসতঘর উপহার দিলেন আওয়ামী লীগ নেতা আবদুল নবী খান। ব্যক্তিগত উদ্যোগে ঘর দুটি নির্মাণে ব্যয় হয় প্রায় ১০ লাখ টাকা। গত শুক্রবার ওই ২ পরিবারের সদস্যদের ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, দোহাজারী পৌরসভা আ.লীগের সভাপতি আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান মুরাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা উচ্চ বিদ্যালয় ৯৪ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধখুলশীতে ইয়াবা উদ্ধার মামলায় দুই যুবকের যাবজ্জীবন